শুনেছ
শুনেছ
নৈঃশব্দের শব্দ
শব্দে শব্দে
কাগজের পাতায় পাতায়
চেতনায় চেতনায়!


শুনেছ
শুনেছ
সঙ্গমের শব্দ
নৈঃশব্দের ভেতর
নিঃশব্দে নিঃশব্দে
শীৎকারে শীৎকারে
রংধনু বিষাদে প্রবল বরিষণে
ভেসে ভেসে...


সংকীর্নতা আমায় ছোঁয় না
চোখ রাখি স্তনময় পৃথিবীর
যতটা গভীরে চোখ যায়
স্পর্শহীন স্তনের স্পর্শ কাতরতায়!


বিস্ময়ে বিমূঢ় প্রজননতন্ত্রের
চিরায়ত নিয়মে আত্মহারা স্তনে
বিপন্ন প্রেম ও নির্বাক প্রকৃতি
পঙ্কিলতার জলে
বিলাসী স্তনগল্প বলে
একটি চুমুর লাগি!


দপদপ দপদপ
কাঁথা মুড়ি ভালোবাসা
শিরার দু পাশে
গর্ভবতী গণতন্ত্রের
ঘর্ষণে আর ঘামে!


জনতার নাভিশ্বাস
পিনোন্নত স্তনস্তূপে
বৃশ্চিকফসলের দেশে!


ক্ষিপ্ররাতে
নির্জন শস্যের ক্ষেত
ফালি ফালি
দুঃখ আঁকড়ে
সঙ্গ দেয় সীসার নল!


হরিদ্রাভ দিনে
স্তনের শিকড় ভেজায়
স্তনের শোকে
অর্থহীন ব্যর্থ রাষ্ট্র
প্রেমিকার ওপর উপুড় হয়ে...


চেনা রোদ্দুর ঠোঁটে
পাল্টায় স্তন পাল্টায় স্বপ্ন
চোখের আড়ে আড়ে
পুরাতন দংশনে!


ডুবোজ্বর ডুবোজ্বর
শীতল পৃথিবী
শিশুর কবরের মতো
যূথিকার গাঢ় তিলে
নুড়ি নুড়ি
মৃত হাড় আর ধুলো ঝরে
ভীত-সন্ত্রস্ত
নিরীহ স্তনের আয়নায়!


মায়াবীগন্ধ
চিরে চিরে চিরে
মাটির পর্বত!


প্রসবপ্রথা শিখে
মানুষ কেবলই ক্রন্দন করে যায়!
-স্বপ্নময় স্বপন©