ঠিক যতটা নিঃসঙ্গ ঘাস
সমতলের ওপর
ঠিক যতটা নিঃসঙ্গ নক্ষত্র
জন্মের ভেতর!
ঠিক যতটা একাকী একমাত্র পাখি
দিগন্ত নীল শামিয়ানার নিচে
ঠিক যতটা একাকী অন্ধকার
চাঁদহীন রাত্রিতে
ঠিক যতটা একাকী ভবঘুরে মেঘ
বিভ্রান্ত কুয়াশায়!


ততটাই নিঃসঙ্গ আমি
অনন্ত সময়ের অদৃশ্য সত্তায়
ততটাই একাকী আমি
হলুদাভ নোটিশের নির্মমতায়!


শুভ্রকেশ মেঘমালা
অবিরাম বৃষ্টির কালে
খুঁটে খুঁটে ভাঙ্গে স্মৃতি
আমার দৃষ্টির চৌহদ্দিতে
দুঃখপোকারা ঘিরে থাকে
নিপুণ অবহেলা!  


বাজ পাখির নখে গাঁথা মাছ
আঙ্গুলে অন্ধকার দ্যাখায়
বুক জুড়ে তোর উড়ানো দুঃখ
ছুঁয়ে ছুঁয়ে যায়...
-স্বপ্নময় স্বপন©