আঙুলে রক্তের দাগ
অলিন্দে কালি ঢেলে
অস্থির দুপুর!


ওষ্ঠে বাহুতে উরুতে
সুবর্ণ নাভিমূলে তপ্ত রোদের
রঙিন  পুলক!


মুখ গুঁজে বসে থাকে
বহমানতার গানে  নিমগ্ন
কালের কুহক!


বোবাঠোঁটে আধফোটা তিমির অন্ধকার
রাত্রির ডানার আড়ালে ময়লা চাঁদ
হৃদয়ের সমুল আশ্বাসে
সবুজ অর্কেষ্ট্রার নীল সুর!


রক্ত কি বিনয়ী ঈর্ষার লালে
ধাবমান কালি
পায়ে হেঁটে পার হয় তোমার শরৎ
সবুজ কার্পেটে!


কালি কি রক্ত!
অবিনয় ভঙ্গিতে
অবিন্যস্ত সময়ে জ্বালানী যোগায়
কপটের অভিশপ্ত শকটে!


রক্ত কি কালি!
আঙুলের প্রান্তদেশে
আর্ত অক্ষরগুলোর
নির্মান প্রয়োজনে
পর্যুদস্ত যুগল কোষে!

স্বপ্ন বুনন
শতরঞ্চি বিছিয়ে মুখরিত
কুয়াশা-কল্পনায়!


দৃষ্টি খুলে একা শুয়ে
বাম আস্তিনে অনভ্যস্ত রাতজাগা
নীল দরিয়ায়!
-স্বপ্নময় স্বপন©