রুপাঞ্জনা
শ্রাবনে তোমার
বৃষ্টি হোক বা না হোক
উপলে-পলিতে
উথলে উঠছে জল!


সন্ধ্যা কখন শেষ
তোমার জলজ ঠোঁটের
অন্ধকারে জলের কোলাহল!


রুপাঞ্জনা
আয়েশি ভাঁজ নিয়ে
বিন্যস্ত এলানো চুল
সহস্র পথচারীর শিহরণ
চন্দ্রাক্রান্ত সবুজের সঘন গর্জন
নক্ষত্র নক্ষত্রের সাথে
কথার পরম্পরা!


রুপাঞ্জনা
তুমি বড় মায়াবী হে
রাতের ঠোঁট থেকে তুলে আনো
নম্র-নমিত দুইখণ্ড নীলাকাশ
পোড়ায় মধ্যরাত শীতলমায়ায়!


রুপাঞ্জনা
অশ্রুজলের মতো পরিচিত
তোমার
গ্রীবা থেকে নাভিমূল
সময়ের ভগ্নাংশ লেখে
শতাব্দীর দুর্বোধ্য রতিবিদ্যায়!
স্বপ্নময় স্বপন©