অধরাবতীগণ
আবহমান জ্বলমান
মোমবাতি মন!


অগণন রাতপরী
ফেরারি পুষ্পে উদ্যাপিত
মেঘের পর মেঘ উদ্বাস্তু করে
শিলীভূত স্বপ্নের
সবুজ বৃষ্টিতে মাংস মহোৎসবে
বয়ে আনে
শ্রাবণস্নায়ুতে অগ্নি!


চল্লিশ শতাংশের কালে
আউড়ে
আউড়ে
রপ্ত করি
অস্ফুট ভালবাসা
রক্ত ঋদ্ধ গহন কৃষ্ণকালে!


অন্ধকার জয়ন্তী
অপেক্ষায় নগরে বিকায় যৌবন কড়ি!


রক্তের পরখে তাই
বীরের গাঢ় বীর্যে  কাপুরুষ ছাপ থাকে!
স্বপ্নময় স্বপন©