তোকে পড়তে পড়তে
শব্দ- ছন্দ, অন্ত্য-মধ্য-মিল
উপমা,চিত্রকল্প
আঙুল আঙুল,গল্প-স্বল্প
অমল-ধবল,দলা দলা রত্নফুল
লক্ষ লক্ষ ব্যাঙের ছাতা
স্বপ্নবিদ্ধ নির্লিপ্ত সারস
আমি বায়ুভুক এক নির্জন তাপস!


তোকে দেখতে দেখতে
মেঘনায়-যমুনায়-সুরমায়
যৌবনবতীরা কাতরায়
কবুতর বিক্রেতার প্রগাঢ় আরাধনায়
একমুঠো স্বপ্নের পালক পাঁচটি উজ্জ্বল মাছ
হাঁটু অব্দি কামময় গভীর খোড়ল
সান্দ্র ঝোপে নিরুদ্বেগ কৌতূহলে
রহস্যময় নৈশ-সংকেতে নিভে যাচ্ছে ঘাস!


তোকে বুঝতে বুঝতে
হাতে-হাতে ডবল তালা দিয়ে
বিবর্তনের এই সময়ে
যান্ত্রিক শহরের নাগরিক পর্যটন
এক ডুবন্ত আগুন!


তোকে শুনতে শুনতে
সময়ের সুগন্ধ
পাখিতে জনমুখর
পরস্পর
নগ্ন নারীর তলদেশে শুয়ে
ভেবে চিন্তে মাংস শীতল আঙুরগুচ্ছের সাথে
শুচিজলের অপেক্ষা
যান্ত্রিক ত্রুটির কারণে ড্যাশ বোঝাতে...
-স্বপ্নময় স্বপন©