যে অতীত, মৃত্যুর জন্যে ক্রমশ ঊর্ধ্বমুখী
বিষণ্ণ, উল্লম্ব সহজ ভ্রমণের পথপঞ্জি
নিজেকে হনন করে আকাশ সন্ধান করে
আমাকেও কেন ওভাবেই মরতে হবে?


বিষণ্ণ আকাশের নিচে
হাঁটতে হাঁটতে মৃতেরা
চোখ রাখে চরাচরের হাতের তালুতে
ভালোবাসাবাসির হিমশীতলতায়
তাদেরও বাসনা জাগে শ্বেতদূর্বার নির্জন সড়কে
সব বাতি নিভে গেলে জলরঙা সন্ধ্যায়!


ঈশ্বরহীন কোনো শিল্প নেই
আনন্দোৎসব বা মেলায় শিল্পকে উৎসর্গ করো না
সৌন্দর্য এবং কৌমার্যও সেখানে মেলে না
শিল্পের জন্ম দেবে নিজের রক্ত থেকে
যথার্থ পুরুষ বা যথার্থ নারী যেভাবে জন্মে
মায়ের গর্ভ থেকে
যদি ব্যর্থ হও তবে তুমিও ব্যর্থ হবে শিল্পী হতে
প্রতিটি সৃজনকর্মের শেষে!
-স্বপ্নময় স্বপন©