শূন্যের জলতরঙ্গে জন্ম নিচ্ছে তম্রবসনা গাঙচিল
সহস্র অলীক গাঙচিল
তাদের শ্যেন চোখে, প্রসারিত ডানায়
দ্রষ্টাচিহ্নের মতো পড়ে আছে
সাড়ে একান্নটি নিষ্পাপ গোলাপ; বৃষ্টি-দগ্ধ!


আদি জ্ঞান প্রতিনিয়ত তাড়িত করে
ছায়া ছায়ায় বিস্মৃতির প্রত্নডানায়
নীলাভ জলের সিম্ফনি; সূর্য-বিজ্ঞান
মুক্তোশিকারী ঘোড়াদের দিব্য-সংকেত
দোদুল্যমান!


ব্যর্থ হৃদয়ের বিপরীতে শূন্যের সন্ধানে
অনিকেত অন্ধকার আত্মস্থ করে
উড়াল মানচিত্র তন্দ্রাহত!


অন্ধকারের অতলে অজস্র চুলের
মায়াবী সংগীত
বৃত্তান্ত আলোয়
শতাব্দীর সন্ধ্যাকালে
ধানের পাতার রঙে
নেই হয়ে যাওয়া শূন্যের কাফেলা
যাচ্ছে এগিয়ে রাতের হাত ধরে
আকাশের বেগুনী রঙের সীমানা অবধি!


জিভের ডগায়
নিদ্রাহীন স্তন আর নিজের আগুন
সঙ্গে-সঙ্গে যাবে পরাম্পরায়
জন্মাবধি!
-স্বপ্নময় স্বপন©