[ঋ ] জল রাখো।শূন্য দশকের অক্ষরসব।শুদ্ধতায়। রক্তের স্নিগ্ধতা।
এইখানে। যত শব্দ । বৃক্ষের বিরোধ। আরও বহুকিছু।
অপ্রয়োজনে।ব্যাখ্যাতীত।
বিশদ হলুদ
[ঙ ] ঘন বৃষ্টিদিন। দেখি ।কবুতরী সাঁতার ।ঘুলঘুলি
খোলা জানালা। অনবদ্য নাভি । এবং বিশেষণগুলি ক্রমে গলে গলে
স্তন এবং উন্মুখ জানু । র সাতসতেরো নামছে।
চন্দ্রিমা ছুঁয়ে! প্রাক্-বসন্তের কোলাহল। বিনীত অশ্বারোহী ।
আর্তনাদ ক্রম লইয়া লাঙলে লাঙলে ! চলমান
অভ্যন্তরে
[ঞ ] কিছু বৃক্ষের ছায়া অন্ধকার ।প্রতারিত সন্ধ্যা। রাত্রি এবং
উড়ানের ছায়া ।সিঁড়িতে
কিছু বৃক্ষের ছায়ায় অবশেষের । উত্তাপ! হেতু বিষম ভাষ্য
। আবেগসঞ্জাত
[ণ ] প্রাচীন আঙুল। একা নৌকা।
রঙিন মাছ এবং পালক। বহুবর্ণে ঘাস । রতিক্রিয়া তাহার পূর্বে থাকে।
তৃণ বোঝে
[ঢ়] এমত বাহুল্যে
ফেরার কথা। সিঁড়ির কথা। সাম্য। রক্ত। টেবিল। সরে যাচ্ছে। দ্রুত
! রক্ত ক্রমে পরবর্তী উৎসবে
[ৎ ] ক্ষুধার্তের অন্য গল্প।
মস্তিষ্ক । জায়মান সময়।
প্রসূত
[ঃ ] …কিছু কিছু বিষয় থেকেই যায়।
অমীমাংসিত, অনিরূপিত।
সে সব নিয়েই কেবল…
- স্বপ্নময় স্বপন©