একটি হলুদ জিহ্বা!
কাঁচের পেয়ালায়
সব দুঃখ, হতাশা মিলায়
পৃথিবীর ধূলোয়-


কালো কালো বৃষ্টির ফোঁটা
হাত ধুইয়ে সাফ বসতবাড়ি,
ছেঁড়া জামাকাপড় বাল-বাচ্চা  
ভাঙা দেয়ালে পাতিহাঁসের পায়ের ছোপ
একটি ঘোড়া, কানা অলিগলির একশ ঝোপ!


দুই আঙ্গুলের মাঝে পৃথিবীর ছেড়া অংশ
জন্ম নিবে আগাছার ঝাড় বংশ
বেঁচে থাকার কথায়
এমন পীড়া, যা শুধুই যন্ত্রনার হূল ফোঁটায়


আমি অমর না, ক্ষণিকের মানুষ
মনমরা, কমজোর
মোম গলা গ্লাসের ভিতর!


নিয়তির যুদ্ধ, কবরের গন্ধ
আত্মা দাউ দাউ করে জ্বলে নক্ষত্রহীন নরকে!


ওড়ে,
মাছি,
মাছি,
মাছি
শূন্যঘরে!


পুরো ব্রহ্মাণ্ডে আমি একা
জ্বলে উঠো, দর্প ভরা অহংকারী কামদেবতা!


হলুদ জিহ্বায় জ্বলে সব জবান গেল জলে!
-স্বপ্নময় স্বপন©