সূর্যাস্ত দেখেই চলে যাবো
নির্দ্বিধায় চলে যাবো
সেখানে ফেলে আসা কিছু মুহূর্ত
গাঙচিল..
তাকাবো না!


সূর্যাস্ত শহরে
এমন গোধূলি লগ্ন
ব্যতিক্রম নয়,
ব্যতিক্রম আমাদের দেখায়-


ধান খেতে হাঁস
শহরে নেমে আসা আঁধার
শালবনে রক্তিম আকাশ
সামনে লড়াই পেছনে মৃত্যু!


নির্জন সৈকত
নৌকা ভাসমান
বালুকাবেলা আমরা দুজন
অনন্ত যাপিত জীবন!


জন্ম, কেন থেমে যাবে
যৌবনা দুপুরে?
কবিতার দীর্ঘতা নিয়ে
রোদেলা দিনে
সন্ধ্যাকালীন মেঘলা আকাশ
আমার ভূবনে স্বাগতম
নিঃসঙ্গ পরিব্রাজক!


কান্না ভরা বছর গেল!
পুড়িয়েছে আমায় চৈত্র খরতা
রাত জানিয়েছে কষ্টের গভীরতা
চাঁদের কাছে  শিখেছি সূর্যের উদারতা
তবুও কাটেনি ঘোর
নষ্ট কপালে জলোচ্ছাস চোখের পাতায়
কেবলই সন্ধ্যা হয়ে যায়!
আমি কভু দেখিনি সূর্যাস্ত
আলো'র শৈল্পিকরুপ
ভবঘুরে ফুলদের কানাকানি
সৈকতে কাঁকড়াদের শিল্পকর্ম
একাকিত্বে শান্তির ঘুম!


ক্লান্ত সূর্যটাকে দেখতে দেখতে
কথা দিচ্ছি,
চলে যাব,
যাবার আগে,
আসুন একটা কবিতা লিখি-
অবশেষে শেষ বার!


এমন কবিতা,
যেন
তারপর আর কোন কবিতা লেখার দরকার হবেনা!
-স্বপ্নময় স্বপন©