দুই পৃষ্ঠার নষ্ট লালায় সর্বভুক জিভ শুষ্ক
ক্ষুধার আগুন
অথচ তুমি কিছু নুন দিলে খেতে...বাকি সব দুঃখ!!


নীল শহরের
ক্ষুধার্ত প্রতিবিম্বে,
উদ্বাস্তু ইঁদুর দাঁতে
কেটে চলেছি
কেটে চলেছি
দরজা
জানালা
চৌকাঠ
অথচ তুমি কিছু নুন দিলে খেতে...বাকি সব দুঃখ!!



খসে পড়ে খসে পড়ে
চন্দবিন্দুর মাত্রা
অথচ তুমি কিছু নুন দিলে খেতে...বাকি সব দুঃখ!


আমার কথা,
আমার আশা,
আমার পিপাসা,
অথচ তুমি কিছু নুন দিলে খেতে...বাকি সব দুঃখ!


কিছু অশ্রু,
কিছু হাসি,
চুলের গন্ধ,
ঠোঁটের রঙের খোঁজে তৃষ্ণার্ত
অথচ তুমি কিছু নুন দিলে খেতে...বাকি সব দুঃখ!


আমি শব্দহীন
আমি অশ্রুহীন
এই হাত এখনো গন্তব্য খুঁজে
হৃদপিণ্ডে সলজ্জ সংলাপ
নদীজলে ব্যাপ্ত সুখদ প্রলাপ!
পৃষ্ঠাহীন জীবনের অন্ধকার উপাস্যে
অথচ তুমি কিছু নুন দিলে খেতে...বাকি সব দুঃখ!


ক্ষুধায় ক্ষুধায় নিঃশেষ দেশলাইয়ের কাঠি
জনতার দুর্দান্ত মিছিলে সভ্যতার অর্থ খুঁজি!


সুসময় অসময়
যাতনার চিলেকোঠায়
হাড়ে হাড়ে মজ্জায়
দ্বিপ্রহর রাত্রির পূর্ণিমায়!


প্রসন্ন নগরীর সুরম্য দালানে উঠে যায়
সর্বভুক ক্ষুধা!
অথচ তুমি কিছু নুন দিলে খেতে...বাকি সব দুঃখ!
-স্বপ্নময় স্বপন©