আলো-অন্ধকারে হেঁটে,
অসহিষ্ণু মেঘের বুক চিঁড়ে,
রাত্রি উত্তোলন করি-
আয়ুর অরণ্যে!


আমার সমস্ত আয়োজন,
পূর্ণ অন্ধ চাঁদ,
একটি নগ্ন কবিতা,
জাগরী যন্ত্রণা,
জলের পাখায় যৌথনৃত্য করে,
ভাঙ্গনের নদীতে-অন্ধকারে ডুবে-
বৃষ্টির শ্রাবন্যে!


নদীর ওপারে,
নদীর এপারে,
পাখিদের তীক্ষ্ণ ঠোঁটে,
ভাঙা জল-
জোড়া দিতে দিতে,
ক্রিয়াশীল মাছের সংসার!


আমার বৃদ্ধাঙ্গুলির শূন্যতা,
আষ্টেপৃষ্ঠে জড়ায় অন্ধমাছের নগ্ন গোড়ালি,
মর্মের গোপন ক্ষতে মিশে থাকে,
জন্মান্ধ কান্নার শীতলতা!


নখের উপরে,
বেদনার্ত নদী,  
শ্যাওলার পাশাপাশি শুয়ে-
ভাসে নাব্য অভিমান,
ক্ষয়ে যাওয়া আকাশে পোড়াভস্ম,
দৃশ্যমান মাছেদের ছায়ার প্রান্তরে-
গুচ্ছ গুচ্ছ অভিজ্ঞ অন্ধকার!
- স্বপ্নময় স্বপন©