আমার হৃদয়ে তুমি ফুলের বিশারদ
আজ মাঝ রাতে এই পাণ্ডুর চাঁদ ;
আমার নিমগ্নতা নির্ঝরের মতো ঝরে
যেন আজ পৃথিবীময় শিশিরের রূপ ছড়ে ।


বিহগ আকুলতায় উৎসুক চোখ বেয়ে
আমাতে তোমার অস্তিত্ব
বর্ষার নদীর মতো কানায় কানায় ।
অষ্টাদশী চাঁদের জোছনার মতো
তোমার দু'চোখ কথা কয় ,
আমার হৃদয়ের এ নিশ্চল জানালায় ।


একি তোমার বিমল প্রেম !
কুয়াশার মতন ঝরছে আজ -
আমার চোখের নিগূঢ় পলকে
বুকের নীলাচল শ্যামল মায়ায় ,
আহা ! যেন সে শরতের নীল মাখা হিম
আমার হৃদয়ের উদাস বুকের ছায়ায় ।


ওগো তুমি আজ মাঠের পর মাঠ
কচি ডগায় সদ্য ফুটা -
আমার গায়ের হরিৎ হৈমন ।
সবুজে সবুজে একি বিস্ময় রূপ তোমার
কেন মিশে আছো অদ্ভুত সুখে এমন