এ ব্যর্থ জন্মে তুমি থাক পরানের গহীন ভেতর ,
তুমি ছাড়া বড়ো শূন্য আমি বেদনাময় এ শহর ।
গভীর ইচ্ছায় দু'হাত ভরে - ভরে উঠে আজ
তোমাকে কাছে পাওয়ার অপার স্বর্গীয় মোহ
চোখের ভাষায় পায়রার মতো দল বাঁধে নির্লজ্জ প্রার্থনা ,
সহসা বুকে জাগে তোমার জন্য অশান্ত চঞ্চল দ্রোহ ।


হৃদয়ের আষ্টেপিষ্টে তোমার অদ্ভুত সমীকরণ
যুগের পর যুগ আজও তুমি মধু শিহরণ -
যেন তুমি এক অমর রূপকথার সোনালী রূপ
সোনা গাঁয়ে হরিৎ হৈমন মাঠে জোনাকি চাঁদ মুখ ;
চোখের পিয়াসে কোন এক অধরা গল্পের নদীর মতন
তুমি আমার উজ্জ্বল চোখে ভরা নদী জল কলকল ।


তোমায় ভেবে দুঃখে তুমুল সুখ রাশ উৎসব জাগে
ঘন অন্ধকারে ব্যথা ভরা বুকে রাগ অনুরাগে ।
আমি সমস্ত ক্লেশ ভুলে তোমার রংধনু রঙিন চোখে
যেন স্বর্গের তাছনিম খুঁজে পাই ব্যথা কাতর বুকে ;
আজ যদি আমার এই ব্যাকুল আবেদন
ভোরের গোলাপের মতো তোমার কোমল চিবুক ছুঁয়
তবে তুমি আমার নামে তোমার সবটুকু হৃদয় লিখো  ।