আমি অন্তিম শয্যার কালে চেয়ে দেখিলাম এ ভূবন সাধারণ নয়,
তা কঠিন সত্যের ন্যায় পরিবৃত্ত,
তাই সত্যের দিশারী হলাম
এবং জানতে পারলাম অসহনীয় সত্য যে পরিস্থিতিতেই আসুক না কেন তা লঙ্ঘিত হবার নয়।
আমি ভালোবাসি এই জগৎকে যুগে যুগে অনিবার,
কঠিন সত্যও তেমনই ফিরে আসে বারবার তার নিজের প্রাপ্য বুঝে নিতে।
যতদিন সংসারে তার মোহ থাকবে ,ততদিন অসহনীয় সত্য ঘুরেফিরে আসবে কোনো কারণ হেতু ছাড়াই,
যা সকলের কাছে গ্রহণযোগ্য নয়,তবুও মেনে নিতে হয়,
কঠিন সত্যের কাছে আমার সকলেই পরাজিত।
আমি অন্তরাত্মার নিকট বার্তা প্রেরণ করে জানতে পারিলাম মৃত্যু আমার সন্নিকটে দাড়িয়ে;
তাই নিজ প্রচেষ্টা ত্যাগ করিলাম
আর মৃত্যুতেই তখন আমার সমস্ত দেনা পরিশোধ হল।