মানুষে মানুষে হায় ,আজ আর প্রেম নিবেদন নাই,,
হয়ে গেছে স্বার্থপর-বেইমান,যুগে যুগে জন্ম নিচ্ছে অবিনশ্বর শয়তান।।
প্রতিহিংসার আগুন আজ লেগেছে বিশ্বজুড়ে
তাই সামান্য একটু ফ্যানের আশাই ফুটপাথের মানুষগুলো কুঁড়ে কুঁড়ে মরে।


"যে বঙ্গবাসি 1350 বঙ্গাব্দে মন্বন্তর কালে গ্রাম ছেড়ে শহরে এসেছিল সামান্য খাবারের সন্ধানে ,কিন্তু তাদের চাহনি হল বৃথা ,ক্ষুধার্ত মানুষগুলো তিলেতিলে মরে।
বনের পশু যেমন অপরের খাবার কেড়ে খায় ,ঠিক তেমনই শিক্ষিত শহরবাসী পশু তুল্য আচরণ করে তাদের জীবন নির্বাহ ব্যাহত করে"।।


বন্ধ হয়ে থেকো পাশে যুক্তি দিও সভাবাসে
কোনটা ঠিক আর কোনটা ভুল যুক্তি দাও নিজ জ্ঞানে
হাতটি ধরে এগিয়ে চলো ,ভেঙ্গে দাও এই বিরোধ খানি
কে হিন্দু কে মুসলমান মোচন কর মনের গ্লানি
সকল আশা হাতে রেখে এগিয়ে চলো লক্ষের দিকে
লক্ষ যদি হয় পূরন গড়ে তুলব স্বচ্ছ ভারত
সকল ভারতবাসী পরিবার সমূহ এই অঙ্গীকার নিও তুলে।


তাহলেই স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হবে ,এবং সেই সংবিধানে বলাহবে
'আমি সাম্যের গান গাই যাতিভেদের কোন ভেদাভেদ নাই'।।