আমার সোনার ময়না পাখি
কোন দোষেতে উইড়া গেলারে মোরে দিয়া ফাঁকিরে
আমার সোনার ময়না পাখি।।


সোনার বরন পাখি রে আমার কাজল বরন আঁখি
দিবা-নিশী চাইসি মনে তোরে ব্যাঁন্ধে রাখি
আমার প্রাণের ময়না পাখি।।


মনও দিসি তোরে প্রণও দিসি,আর নয় কিসু বাকী
তবু কোন দোষেতে ছাইড়া গেলা মোরে ,মনে দিয়া দাগী রে
আমার নিঠুর ময়না পাখি।।


যাইবা যদি প্রাণের পাখি ভাসায়া মোর আঁখি
এই জীবনও যাইবার কালে একবার যেন দেখিরে তোরে একবার যেন দেখি
আমার সোনার ময়না পাখি।।