(আমার জীবনে লেখা এটাই একমাত্র প্রথম সনেট,তাই ভুল ত্রুটি হলে অবশ্যয় ভুল ধরিয়ে দেবেন,যাতে পরবর্তী সনেট গুলি ঠিকঠাক লিখতে পারি)


নারী জাতি ত্রিলোকেরি শক্তির আধার
তুমি বীর তোমার তুলনা করা ভার,
তোমারই পৌরষ বলে শুজগৎ চলে
তোমার ওই জূগলে প্রণতি জানাই
নারী!তুমি জননী,তূমিই জন্মভূমি
তোমারই কোরে জন্ম নিয়ে ধন্য আমি,
কি করে যে শুধিব তোমার এই ঋণ?
তোমার মহিমা রাখিব আমি স্মরণ।


নারি তুমি অনন্ত পথের এক প্রান্ত
কি করে পূজীব?না জানে এই অন্তর!
তুমি নিত্য নিরঞ্জন,নব-পুরাতন
অনন্ত শক্তি রূপিণী,তুমি ক্ষীরৎষাই
তোমার ওই জ্বাজল্য সুন্দর মুর্তিকে
কোটি কোটি ভক্তি-শ্রদ্ধা প্রণাম জানাই।।