দিন ফুরালেয় রাতের আবস্থান!
জানেন কি কেন বা এমনটি হচ্ছে?
তোমার কারবার কিছু নাইকো আর!
তবে,দিন হল রাতের পূর্ণ কারন
পর্যাপ্ত পর্যায় জানেন তা সবাই
দিনরাত্রি সূর্য্যের পরিক্রমার ফল
যা,কোটি কোটি দিন থেকে হয়ে আসছে
তাই মানুষের আজ এত উন্নতি।।



জদি নাই বা থাকত এই দিনরাত্রি?
তাহলে থাকত না এই শুভ্র জগৎ
সৃষ্টি হত নাকি কোন জীবিত কূল?
আজকে মানুষ সভ্যবলে বিবেচিত
চারিদিকে চলছে শুধু খুন-খারাপি
আসলে এই মর্তভূমিটা বড়  ভুল।।