তুমি হোচ্ছ বড়লোক
থাক রাজপ্রাসাদে
আমার নাইকো কিছুই
আমি কবি হয়েই চিরকাল থাকব।।


কি যে কষ্ঠ আমার
বোঝ কি তাই
তুমি,
কি যে কষ্ঠ আমার
বোঝ কি তাই
তোমায় আমি আ-জীবন ভালবাসবো
কবি হয়েই শুধু থাকব।।


তোমায় দিয়ে সুখের সাথি
দিলাম মালা গাঁথি,
দিয়ে সুখের সাথি
দিলাম মালা গাঁথি
যতদিন রব আমি তোমারই তো থাকব
এই কথা তোমাই দিলাম
কবি হয়েই আমি বাঁঁচব।।


তোমায় দিয়ে ভালবাসা
মেটে না তো আশা
মন চাই আরো বেশি করে
তোমায় জেন কাছে পায়,



তুমি যত দাও আঘত মোরে
কি যায় আসে তাতে
       |
তুমি যত দাও আঘাত মোরে
কি যায় আসে তাতে
তোমাই আমি বাসবো ভাল
সকল  প্রাকারে


যতদিন বাঁঁচব আমি
থাকতে চাই তোমার মনে তুচ্ছ মানব হয়ে
কবি হয়েয় আমি থাকব
আমি কবি হয়েই শুধু বাঁঁচব
ও ও আমি কবি হয়েই শুধু থাকবো
আমি কবি হয়েই শুধু বাঁচব।।


শনি বার
১৪২৩ বঙ্গাবব্দ/২০১৬ সাল
তাং-১৭/০৯/২০১৬,বাংলা-৩১শে ভাদ্র
স্থান-কান্দি ছাত্রাবাস(বিদ্যার্থী ভবন)
সময়-দুপুর ২:০৭ মিনিট