প্রিয়তমেষু


তুমি যদি মনে করে থাক
আমি পাগল,আমি কাপুরুষ
তবে তুমি ভুল ভাবছ
তা পুরোটায় নিরর্থক,,,,


তুমি যদি ভেবে থাক
আমি তোমাকে নিয়ে খেলছি
তোমার ভূসম্পত্তি অাত্মর্স্বাদ করার তাগিদে রয়েছি
তবে তুমি বৃথা চিন্তায় ভুগছো!


তোমার যদি কখনও মনে হয়
আমি তোমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছি
তবে আমি সড়ে যাচ্ছি
কিন্তুু, কখনই তোমায় ভুলে যাব না
তোমাকে অামি দূর থেকেয় ভালবাসবো
তবুও নিজের স্বার্থে কখনই তোমায় স্পর্শ করবো না।


তুমি হয়তো অন্যকিছু ভাবতে পার!
তবে আমি এরকমি এক বোকা
যে অামাকে ভালবাসেনা জেনেও
সারাদিন শুধু বোকামিই করি তোমার সনে বৃথা ভালবেসে।


তুমি হয়তো বোঝনা বা বোঝার চেষ্টাও করোনা
যে আমি তোমায় কতটা ভালবাসি?
আর তুমি বুঝবে কি, তুমি তো হ্যান্ডসাম ছেলে চাও
আমার মতো গরীব শ্যামবর্ণ ছেলে যে তোমার পছন্দ নয়,
তা বেশ, তুমি ভাল থাক,সুখে থাক!
তোমার গলার কাঁটা আমি হতে চাই না,
শুধু তোমার সুখ-দুঃখের সাথী হতে চাই।


আর হ্যাঁ, আমি কিন্তুু সূর্যের মতো দ্বিপ্তমান হয়ে
তোমার জীবনে আলো বর্ষণ করতে পারবো না,
তবে জোনাকির মতো অতি ক্ষুদ্র জীব হয়ে
কোন এক গভীর নিশুতি রাতে পথহারা পথিকের মতো
তোমাকে সামান্য আলো প্রদান করে পথভ্রষ্টের হাত থেকে রক্ষা করবো।


তোমাকে আমি যা কিছুই বললাম
তা কিন্তুু বাঁধানো বা কাল্পনিক নয়
তা এক অনন্তের ন্যায় সত্য
তাই বিভ্রান্ত হওয়ার কিছুই নেয়,
আর একটা কথা
তুমি দেবীই হও বা অন্যকিছু
সবসময় আমার কাছে পূজিত।


উৎস্বর্গীকৃত
অমৃতা ব্যানার্জ্জী


শনিবার
১৪২৩ বঙ্গাব্দ/২০১৬ সন
তাং-২৪.০৯.২০১৬ বাংলা-৭ই আশ্বিন
স্থান-ঘুনকিয়া(নিজস্ব বাড়ি)
সময়-সকাল ৮: ৩৬ মিনিট