আজ উটেছে ঊষা
এই প্রভাতে
নতুন রঙের
দিগন্ত বাজ,
ছুঁয়েছে শয়তান
ধরনীর তল
বুকে নেই আমাদের
সাহসী বল।।
বন্ধুগন আজ এই পৃথিবী এক শয়তানের কবলে বন্দী, যেখান থেকে আমাদের নিস্তার দিতে আজকের দিনে কোন নেতাজি, ভগৎ সিং,ক্ষুদিরাম এর মতন সাহসী বীর পুরুষ নেই,নিজেকে ক্ষুদিরাম, নেতাজী গড়ে তুলতে হবে।
আজকের মাটিতে পা দেননি সেই পূর্ব বীরপুরুষ,তাই সমাজে এত অরাজকতা।কত নিষ্পাপ মানুষ খুন হয়ে যাচ্ছে দিন দিন,কত মানুষ নির্বচারে প্রাণ হারাচ্ছে,তাছাড়া,শ্রীলতাহানী,ধর্ষন,মারামারি,খুনখারাপি, দাঙ্গা-হাঙ্গামা,চুরিডাকাতি, সিংসা-বিবাধ,কলহ,ইত্যাদি লেগেয় রয়েছে সমাজে।এই সমস্ত অরাজকতার হাত থেকে রক্ষা দিতে আজকের দিনে কি ক্ষুদিরাম নেই?নেতাজীর মতন বীর শহীদি নেই?বিপ্লবী সংগঠন দল নেই?যদি থাকেন তাহলে কোথাই আপনারা? আপনারা কি দেখতে পাচ্ছেন না আজকে সমগ্র পৃথিবী টা কত পরিবর্তন ঘটেছে?
আসুন আমরা সকলে একটা মন্ত্রে আবদ্ধ হয়,এই ভারত আমার, আমার নিজের দায়বদ্ধতা স্বীকার করে সমাজকে একটু নতুন প্রাণের স্পন্দন দিয়।এ ভারত আমার, আপনার, সকলের,
তাই নিজের বিবেক-মনুসত্য,সততাকে জাগিয়ে তুলুন,
সমাজ কে নতুন প্রাণে স্পন্দিত করুন,
           জয় হিন্দ!বন্দেমাতরম!



(আমু কিছু ভুল বললে অবশ্যই মার্জনা করিবেন,আর সঠিকটা যদি আপনার জানা থাকে তাহলে অবিলম্বে বলিবেন।ধন্যবাদ আজকের শিক্ষিত ভারতবাসী!)



বৃহস্পতিবার
১৪২৩ বঙ্গাব্দ/২০১৬ সন
তাং-২৯/০৯/২০১৬,বাংলা-১২ই আশ্বিন
স্থান-কান্দি ছাত্রাবাস (বিদ্যার্থী ভবন)
সময়-সকাল ১০:৪০ মিনিট