চতুর্দিক স্তব্ধ হইয়ে থমকে বায়ু,
ক্ষনিকের লগে শান্ত সমস্ত প্রজন্ম
কোথা হইতে ধেয়ে আসিছে আর্ত্মনাদ!
সমস্ত পক্ষীকূল আকাশে ধাববান
মেঘকুঞ্জ ভেঙে পড়ে গর্জন করিছে,
আকাশের তার নক্ষত্র পতিত পৃষ্ঠে,
সমুদ্রের জলরাশি প্রলয় রূপেন
সমগ্র পৃথিবী কম্পন নৃতে উন্মাদ!


হঠাৎ বাজিয়া উঠিল প্রলয় ঝঙ্কার
শুরু হলো প্রাকৃতিক প্রলয় প্রবাহ,
অবশেষে ঝঞ্জা পরিসমাপ্তি ঘটিলো!
তৎপর সমগ্র পৃথিবীটা মরুপ্রায়
কোথাও প্রাণের চিহ্নের উদ্দেশ নেই,
চারিদিক যেন নিঃস্তব্ধ নিদ্রার দেশ!!


সোমবার
১৪২৩ বঙ্গাব্দ, ২০১৬ সন
তাং-০২/১০/২০১৬, বাংলা-১৫ই আশ্বিন
স্থান-কান্দি ছত্রাবাস(বিদ্যার্থী ভবন)
সময়-দুপুর ২:৪৫ মিনিট