যেদিকে চাহিয়া আমি,প্রান্ত ধরাতল
কুজ্ঝটিকা করিয়াছে গ্রাস এ-অম্বর
চতুর্দিক যেন শ্মশান, মৃত-কবর,
চারিপাশ যে বিষাক্ত,শূন্য,রসাতল।
কেহ কি রয়েছেন অনন্ত সু-জীবিত?
করিয়াছেন বসতি এই মৃত লয়ে!
বহু দুঃখ-কষ্ট-যাতনা নিবৃতে সহে,
মৃত্যু বরণে রবেণ, উজ্জ্বল সজ্জিত।


যাক,ভুলিয়া যাইয়ে সেই সব কথা,
থাকতে জীবন,সহিবে কঠিন ব্যথা।
জীবন ভাসাইব আজি সুখ সাগরে,
নিজ হস্তে ধরিব তাহার প্রাচ্য দ্বার
আসুক যত বাধা-বিপত্তি মুখ্যাচার,
মৃত্যু!করিনা পরোয়া,মত্যুকে ভয়রে।।



রচনাকাল:
সোমবার
১৪২৩বঙ্গাব্দ,২০১৬ সাল
বাংলা-১৬ই আশ্বিন, তাং-০৩/১০/২০১৬
স্থান-কান্দি ছাত্রাবাস(বিদ্যার্থী ভবন)
সময়-রাত্রি ৮:২৯ মিনিট