সূর্য যেমন পৃথিবীকে ভালবেসে একা জ্বলছে আর একা নিভছে,
ঠিক সে রকম আজ আমি একা জ্বলছি একা নিভছি।পার্থক্য শুধু একটাই, সূর্যের জ্বলা-নেভাতে দিবাচর - নিশাচর প্রাণিরা উপকৃত হচ্ছে, আর আমার জ্বলা-নেভাতে ক্ষতি হচ্ছে আমার, আমার মনের,যেখানে কাউকে আলো দেওয়া তো দূরের কথা,আমি নিজেকেই অন্ধকারময় জগতে গেঁথে দিয়েছি।যেখান থেকে আর আলো ময় জগতে ফিরে আসা সম্ভব নয়।তাই আমার মতে সূর্যের মতো আর কোনো পৃথিবিকে ভাল না বাসা টায় উচিত।
যাতে, সত্য কাউকে ভালবেসে সূর্যের মতো না জ্বলতে হয়!


রচনাকাল :
বৃহস্পতিবার
১৪২৩ বঙ্গাব্দ/২০১৬ সাল
তাং-১৩.১০.২০১৬,বাংলা-২৬শে আশ্বিন
স্থান-ঘুনকিয়া(নিজ বাস ভবন)
সময়-রাত্রি ১০:০০ মিনিট