মনের অভ্যন্তরে নিবৃতি হওয়া সকল হতাশা-দুঃখ-কষ্টের অবসান ঘটিয়ে,কিঞ্চিত সুখের সন্ধানে মত্ত থাকে অবাঞ্ছিত কোন কিছুর উপর ক্ষণিক কালিন অনন্দ লাভকে বলা হয় প্রকৃত সুখ।
সূত্র:
নিষ্ক্রিয় মন(হতাশা দুঃখ কষ্ট-পুরানো সময় )*ক্ষণিক আনন্দ
=নিষ্ক্রিয় মন(শুদ্ধ মন)*ক্ষণিক আনন্দ
=(নিষ্ক্রয় মন-শুদ্ধ মন)*ক্ষণিক আনন্দ
=অবাঞ্ছিত কিছু পাওয়া*ক্ষণিক আনন্দ
=প্রকৃত সুখ।



রচনাকাল :
রবিবার
১৪২৩ বঙ্গাব্দ, ২০১৬  সাল
বাংলা-৬ই কার্ত্তিক, তাং-২৩.১০.২০১৬
স্থান-ঘুনকিয়া(নিজ কুটির)
সময়-সকাল ৭:১৪ মিনিট