জল যেমন নিরাকার
কোন আকার নেই
যেখানে যেমন সেখানে
তেমন রূপ ধারন করে,
ঠিক সেরকমই আজকের
বর্তমান সমাজের রাজনীতি।
পার্থক্য শুধু একটাই,জল জমে বরফ
হলে তার আয়তনটা একটু বাড়ে আর তার ঘনত্ব কিছুটা কমে, কিন্তু
রাজনীতির আয়তনটা সব জায়গায়
সমান ভাবে প্রভাব বিস্তার করে।আর এর ঘনত্ব যদি বৃদ্ধি পাই, তাহলে তার পরিণাম হয় খুব ভয়ানক।



রচনাকাল :
বুধবার
১৪২৩ বঙ্গাব্দ,২০১৬ সাল
তাং-২৬.১০.২০১৬,বাংলা-৯ই কার্ত্তিক
স্থান-ঘুনকিয়া(নিজ আবাসস্থল)
সময়-সকাল ৮:৩৮ মিনিট