যে পাখি ঘর বোঝেনা
চাই সে মুক্ত হতে
মনে রাখিস সেই পাখিটি
থাকবে না তোর মন পথে,


পাখিটারে দিসনি বাঁধন
ভালবাসার মায়াজালে
সে কি আর রইবে বসে
যাবে চলে অন্য পাতে,


পারবি না বাঁধতে তারে
শিকল দিয়ে মনের দ্বারে
বেঁধেছে অন্য বাসা
কোথাও এক অচিন পুরে,


পাখিটারে পাওয়ার আশায়
মিছে কেন করিস তাগিদ
ভেবে নে ফেরার সে নয়
আছে সে সুখ সাগরে,


পাখি তুই উড়ে গালি
মনের সব বাঁধন ছিঁড়ে
হয়েছি একলা আমি
তোরই খাঁচা চেয়ে।।


রচনাকাল :
বৃহস্পতিবার
১৪২৩ বঙ্গাব্দ,২০১৬ সন
বাংলা-১০ই কার্ত্তিক,তাং-২৭.১০.২০১৬
স্থান-ঘুনকিয়া(নিজ বাসস্থান)
সময়- সন্ধ্যা ৬:০০ মিনিট