পাষাণীয়া বন্ধু রে
কি দোষ ছিল আমার
বিনা দোষে দিইলা সাজা রে,
শূন্য হৃদয়ে যন্তনা দিয়া রে
কি সুখ পাইলা তুমি
আমার যে আর কেহ নাই।


পরাণীয়া বন্ধু রে ভাল যে বাসি তোরে
আমার মহা অন্তর দিয়া রে,
কি কশুর ছিল আমার
ছাড়িয়া গেলা মোরে
আমার যে আর কেহ নাই।


প্রেমেরও ধ্বনিখানি
শুনিতে চাহি আমি
তোমারি মুখ দিয়া রে,
ও ও তুলবন্ধু রে
তোমারি মুখ দিয়া রে।


মনেরও দরজা খানি
লাগাইতে নাহি জানি
নাহি জানি রহিতে ঘরে,
পিরিতির মালা খানি
সারাক্ষণ জপি আমি
তোমারি নাম নিয়া রে।
না জানি রহিতে ঘরে।


কচি বয়সে পিরিতি কইরা রে
জীবনও হইল শেষ
কোথাও পাইলাম না রে ঠাই,
ও বন্ধু রে ছাড়িয়া গেলা মোরে
আমার যে আর কেহ নাই।


ও বন্ধু রে!আমারে দুঃখ দিয়া
কাঁদে কি তোমার হিয়া?
মনেরই যাতা কলে ঘুরি রে,
আমারি এ-অন্তরে আছ তুমি অন্তর জুড়ে
সারাক্ষণ তোমারেই দেখি রে।


বিলাসী বন্ধু রে
কি দোষ ছিল আমার
দিইলা দুঃখ এ-অন্তরে রে,
ছাড়িয়া গেলা মোরে
থেকো তুমি সুখ দুয়ারে
আমার যে আর কেহ নাই।।


রচনাকাল :
শনিবার
১৪২৩ বঙ্গাব্দ,২০১৬ সাল
বাংলা-১২ই কার্ত্তিক, তাং-২৯.১০.২০১৬
স্থান-ঘুনকিয়া (নিজ কুটির)
সময়-রাত্রি ৭:২০ মিনিট