ও মাঝি রে ভাই পাল তুলিয়া যাবি কি তুই ভবের তীরে?
যদি তুই যাসরে তীরে নিয়ে চল সনে আমারে,
দেব তোরে টাকাকড়ি আমার যা সবই তোরি
শুধু নিয়ে চল আমায় ভব পারে,


থাকব না ইহজগতে যাব চলে ওই পাড়েতে
থাকব না সংসারী আর মায়াজালে
নিয়ে চল তুই আমারে ভব পারে,
ওরে মাঝি ভাই!


কত দুঃখ পাইপাম আমি নিয়ে সব ধনআকরী
রেকে আর হবে কি রে অন্যের তরে?
নিয়ে চল তুই আমারে ভব পারে
ওরে মাঝি ভাই।


যদি তোর থাকে টাকা ভোগবিলাসে ঘটবে বাধা
দিয়ে আর জমিদারি চলবে না রে,
নিয়ে চল তুই আমারে ভাব পারে
ওরে মাঝি ভাই।


করিস যদি ক্রিয়ামান কর্ম শুরু কর ইষ্ট ধর্ম
ভোগবিলাসী ত্যাগ করে কর ভবের ব্রত,
স্থগিতে ছলচাতুরী নিয়ে চল ভবের বাড়ি
করবো বসতি স্থাপন মনের পুরে,
নিয়ে চল তুই আমারে ভব পারে
ওরে মাঝি ভাই।।



রচনাকাল :
সোমবার
১৪২৩ বঙ্গাব্দ /২০১৬ সাল
বাংলা-১৪ই কার্ত্তিক, তাং-৩১.১০.২০১৬
স্থান-ঘুনকিয়া(নিজ বাসভবন)
সময়-সকাল ৮:৫ মিনিট