ও মন
ও মন বলরে একবার হরিহরি
বলরে একবার হরিহরি
ঘুছবে রে ভাই মনের যাতন
ও মন প্রেমানন্দে হরি বলে
প্রেমানন্দে হরি বলে
যাইবে রে মনের যাতন
ও মন বলরে একাবার হরিহরি
কররে একবার হরির স্মরণ,
ও মন শুনলে একবার মনের কথা
ভুলে গিয়ে শোক ব্যথা
ও মন বলরে একাবার হরিহরি
কররে একবার হরির স্মরণ,
কত পাপিতাপি মুক্তিপায় তোরই নামে রে
থাকতে সময় ভজ রে হরি
যাইবে ডুবে জীবন তরি
তোর স্বাদের জীবন যাইবে মুছে
আপন নিজ কর্মরতে
ও মন বলরে একাবার হরিহরি
কররে একবার হরির স্মরণ,
ভজলে হরি শান্তিপাবি
ধন্য হবে আপন তরি
একবার ভজ হরি, মুক্ত করি
আপন নিজ ধর্ম রে
ও মন বলরে একাবার হরিহরি
কররে একবার হরির স্মরণ,
কি যীশু কি খ্রিস্টান
কি বৌদ্ধ কি ভগবান
ধর্ম করো আপন হতে
সবই ধর্ম সমান সমান
ও মন বলরে একাবার হরিহরি
কররে একবার হরির স্মরণ,
হরি ভজ মুক্তকরে
সকল প্রকার বন্ধন ছিঁড়ে
আসবে তোমার মনের জোয়ার
ভক্তি করে হরি ভজে,
প্রেমানন্দে হরি বলে
যাইবে চলে মনের যাতন
ও মন বলরে একাবার হরিহরি
কররে একবার হরির স্মরণ,
বলরে একাবার হরিহরি
কররে একবার হরির স্মরণ
একবার প্রেমানন্দে হরি বলো
ও মন।।



রচনাকাল :
বৃহস্পতিবার
১৪২৩ বঙ্গাব্দ,২০১৬ সাল
বাংলা-১৭ই কার্ত্তিক,তাং-০৩.১১.২০১৬
স্থান-ঘুনকিয়া(নিজ কুটির)
সময়- বিকাল ৫:০০ মিনিট