আমি এক ব্যর্থ প্রেমিক
পায়নি তোমার হৃদয়ে স্থান
চেয়েছি শুধু জানতে তোমায়
দাওনি আমার ভালবাসার মান।
আমি কি ছিলাম এতই খারাপ
ছিলনা কি আমার নিঃস্বার্থ মন
ছিলনা কি আমার হৃদপিন্ড
না ছিল না আমার ভালবাসার গহন।
আমি তো চাইনি তোমার টাকাকড়ি
চাইনি তোমার ধনসম্পত্তি
চাইনি তোমার বিলাসভবন
চাইনি আমি তোমার অন্তমিল!
যা চেয়েছি শুধু তোমায়
আমার মনের মতন করে
রাখতে চাই মনের পুরিতে
সজ্জিত রানী করে।
চেয়েছি তোমায় নিশুতি রাতে
একলা জোনাকি হয়ে
চেয়েছি তোমাই পূর্ণিতে
আমার ভালবাসার ঘোরে।



                            উৎসর্গীকৃত:
                           অমৃতা ব্যানার্জ্জী


রচনাকাল :
শুক্রবার
১৪২৩ বঙ্গাব্দ,২০১৬ সাল
বাংলা-১৮ই কার্ত্তিক, তাং-০৪.১১.২০১৬
স্থান-ঘুনকিয়া(নিজ বাসস্থান)
সময়-বিকাল ৪:৫২ মিনিট