আমার আমার যতই করিস মন
কেউ তো তোর নয়
আমাদের এই ভবের খেলায়
নাইকো পরিচয়।
দু-দিনের এই খেলাঘরে
অনন্ত বিশ্বজুড়ে
সুখ-দুঃখ ত্যাগ করে
হবে রে জীবনের পরাজয়।
বাবা-মা আত্মীয়স্বজন
জীবনের এই ঘেরা টোপে
পার পাবে না রে কখন।
পড়ে থাকবে তোর সাধের দেহ
থাকবে না তার জান
কাক শুকুনি ছিঁড়ে খাবে
যাবে তোর সব অর্জিত মান।
নিঃশেষ হবে রে তোর ইহজগৎ
না জানি কোথাই রইবি
ভবসাগরের মায়া জালে
জড়িয়ে একদিন পড়বি।


রচনাকালঃ
শনিবার
১৪২৩ বঙ্গাব্দ,২০১৬ সাল
বাংলা-১৯শে কার্ত্তিকি,তাং-০৫.১১.২০১৬
স্থান-ঘুনকিয়া(নিজ কুটির)
সময়-বিকাল ৩:১৯ মিনিট