আমি এক পথের পথিক
চাইনা টাকা কড়ি
চাইনা কোন বাড়ি
যা দিয়েছেন ঈশ্বর আমায়
তাই নেব আপন করি।
ফুটপাতে থাকি আমি
ফুটপাতি আমার ঘর
ভিক্ষাবৃত্তিতে চলে জীবন আমার
নাই কোন কিছু সম্বল
ধনীর দেশে আছি আমি
তবুও যেন এই ভিখারি পর।
অ-দৃষ্টের চালে চলি আমি
বুকে আছে সাহস আর বল
আমার নাই কোন স্বপ্ন আশা
কপালের লিখন যায় না বদলানো
থাকুক জীবনের যত আছে দুঃখ-হতাশা।।


রচনাকাল:
বুধবার
১৪২৩ বঙ্গাব্দ,২০১৬ সাল
বাংলা-২৩শে কার্ত্তিক,তাং-৯.১১.২০১৬
স্থান-ঘুনকিয়া(নিজ বাসস্থান)
সময়-রাত্রি ৭:৬ মিনিট