কোলাহল হয়তে দূরে
আমি রয়েছি এক কোনে
যেথা রয়েছে শুধু সবুজের শয্যা
নাই কোন আপবাদ নাই কোন হিংসা
আর রয়েছে শুধু মানুষের মুক্ত করা প্রান।
মানুষের বিষাক্ত শ্বাস
ছোঁয়ায় না মোর প্রাণ
মানুষের বিশাল চাহনি
আসে না মোর দ্বারে,
যা আসে সব বিষাদহীন
মুক্ত আলোর স্তম্ভ
যা পৃথিবীতে স্থাপিত
এক দেবলোকের সমান।।



রচনাকাল:
বৃহস্পতিবার
১৪২৩ বঙ্গাব্দ,২০১৬ সাল
বাংলা-২৪শে কার্ত্তিক,তাং-১০.১১.২০১৬
স্থান-পাঁচথুপি(ইউনাইটেড ব্যাঙ্ক)
সময়-সকাল ১১:২১ মিনিট