একটি ফুল যেমন ফোটার আগে বোঝে না সে কি জন্যে পরিস্ফুটিত হয়েছে বা এরপর তাঁর জীবনের হাল কি।আর সে যখন কোন দেবদেবীর চরনে অঞ্জলিরূপে নিজেকে উৎস্বর্গ করে তখন সে বোঝে তার ফোটার অর্থটা তখন তাঁর সম্পূর্ণ জীবন স্বার্থক।
ঠিক সেই রকম মানুষ(জীবকূল)।যখন সে পৃথিবীর আলো দেখে তখন সে বোঝেনা সে কোথায় আছে,কি জন্য সে এসেছে, তাঁর জীবনের লক্ষ কি,কোথায় তাঁর স্বর্গসুখ?শুধু সে বোঝে যে সে তাঁর মাতৃকোলে আছে,সেটাই তার কাছে ত্রিলোক, সে এটা ভেবে শান্তি পায় যে, সে তাঁর মাতৃকোলে জায়গা পেয়েছে,তখন ক্ষনিকের জন্যে তার জীবনটা হয়ে ওঠে স্বার্থক।


রচনাকাল:
বুধবার
১৪২৩ বঙ্গাব্দ,২০১৬ সাল
বাংলা-৩০শে কার্ত্তিক,তাং-১৬.১১.২০১৬
স্থান-ঘুনকিয়া(নিজ কুটির)
সময়-সকাল ১০:২৯ মিনিট