মা মাগো মা
চিনতে কি পারো তুমি
আমি তোমার সেই সন্তান
নিকম্মা শয়তান!


মাগো বুঝিনি তোমার স্নেহ মমতা
বুঝিনি তোমার হাতের ছোঁয়া
বুঝিনি তোমার প্রেমের মায়া
আমি হতভাগা এক শয়তান!


আমি কত দিয়েছি নিঠুর অপবাদ
কত ঝড়ায়েছি অশ্রুজল
কত দিয়েছি প্রহার ব্যথা
ছাড়িতে এ কুটির ঘর
তোমারে বোঝা ভাবিছি শুধু
আত্মসাৎ করিতে ভূসম্পদ!


মাগো আজ তুমি নেই ধরাধামে
আমি যে ছিলাম ঘোরে
কোনদিন বুঝিনি তোমারে
তোমাকে হারানোর সুর
মোরে কাঁদায় বারেবারে!


মাগো ক্ষমা করো মা
আমি যে করেছি অন্যায়
তোমার চরণ স্পর্শ করবো কেমনে
আমি যে পাপি সন্তান
তোমার হতভাগা শয়তান!!


বিষয় সংক্ষেপ- বর্তমানে মা থাকাকালীন মাকে কত কষ্ট-অপবাদ দেওয়া হয়,কিন্তু তখন কেউ মায়ের মর্ম বোঝেনা!আর যখন মা এই পৃথিবীতে থাকেন না তখন তাঁর জন্যে শ্রদ্ধা অঞ্জলি দেওয়া হয়।
তাহলে এটাই কি আজকের মানুষের প্রকৃত মানবসত্তা।


নীতিকথা -মা হচ্ছে মা!তাই মাকে পদতলে নয় মাথার উপরে স্থান দেওয়া উচিত,,আর নিজেকে মায়ের পদতলে স্থান করে নিয়ে পূর্ণ মর্যাদায় পূজা করা দরকার।


রচনাকাল :
শনিবার
১৪২৩ বঙ্গাব্দ /২০১৬ সন
বাংলা-১লা পৌষ,তাং-১৭.১২.২০১৬
স্থান-ডাকবাংলা
সময়-রাত্রি ৯:৪৪ মিনিট