আত্মসন্ধিক্ষণে কুলুঙ্গিতে রাখা নৈবদ্য স্বপ্নরা
বিদগ্ধ সময়ের বিবর্তনে অস্পৃশ্য সন্ধ্যার আবরণে
কালের আজব হাওয়া বদলায় যুগে যুগে
মিথ্যার বেসাতিতে গা না ভাসিয়ে তাই
ভুকোত ঠগির তাড়া খাওয়া ভগ্ন হৃদয়ে
সবুজ চেতনারা আছে বেঁচে ঝুলে কার্নিশে


আছড়েপড়া ঢেউয়ের আবেগী সন্ধ্যায়
মরুভুমির ঊষর উষ্ণতায় তৃষিত যাপন
নিরুপদ্রব নির্লিপ্ত কিছু সনাতনী সময়
যা কিছু সঞ্চয় তাও গৃহহীন সন্ন্যাসী
বিষাদপ্রভঞ্জনে নক্ষত্রপথে অগ্যস্তযাত্রা
অতঃপর নিরালম্ব নিঃশব্দ আত্মহনন!