দেখেও কতো কিছু না দেখার ভান করি
দৃষ্টি কপালে তুলে পাশকেটে গলি পথ ধরি।
থাকনা নিদারুণ ঔদাসীন্যের কুয়াশায় বিপন্ন মানবিকতা
দৃষ্টিপথে আবলুসে বাঁধা দুঃসহ কতো অস্বাভাবিকতা।
ঝুমরি বস্তির ধ্বস্ত কালখণ্ড বোবা নিঃশব্দ কথামালা
ভেঙে পড়া ঢেউ সাগরের বালুতীরে ডুবুরী বেলা
নিভন্ত উদ্ভাসে নিস্ফল জমা বোবা নিঃশব্দতা
নিষাদ রাত্রী শেষে উত্থিতা প্রশ্নমালার মর্মকথা
চকিত পাবনে পাঁজাকোলা করা মোহগ্রস্ত সময়
অপস্রিয়মাণ অপচ্ছায়া হয়ে তাও এক সময় বিবর্তিত হয়।