অনাদি পথে বার বার পথ হারাই
কোণাকুণি জমিনের আইল ধরে হাঁটি
থমকে যাই, মাঝপথে কসাই কাঙাল!


জনারণ্যের জনরোষ থেকে কবেই পলায়নপর
ব্যস্ত শহরের কোন এক ভাঁজে আছে ছোঁড়ে ফেলা অর্ঘ্য
হেমন্ত দিনে আষাঢ়ে বৃষ্টি - রৌদ্রমুখর সময় জড়োসড়ো
বয়োজ্যেষ্ঠ উচ্ছাসকে গিলে খেয়েছে বধির সময়
পথের ঠিকানা মুছে দিয়েছে অনাবাদি আদিম জঙ্গল!