জানো কি ভাই এমবি হলে
চুলকানি রোগ হয়,
এসব যে লিখতে চাইনা
পাছে, লোকে কিছু কয়।


এখন তো ওয়াই-ফাই এ
কাটছে সবার বেলা,
কি করছো জিজ্ঞাসিলে বলে
দেখছি রিভিউ খেলা।


পড়ালেখা পরেও পারবো
গেমটা একটু খেলি,
মা বাবা কেউ কাছে এলেই
বইয়ের পাতা মেলি।


ঘুরে আসি টাইমলাইনটা
টুইটার ফেসবুকে,
ইনস্টাগ্রামেও দেখা লাগে
নক দিল কত লোকে।


কেউ না দিলেও কি হয়েছে
নেটে দেখি কারা আছে,
আমিই তাদের দেব খোঁচা
কীইবা বলবে পাছে।


ছেড়া পেন্টে ছবিটা দিলাম
জানি তা দারুণ হবে,
লাইক কমেন্ট আর চাই
শেয়ার করুক সবে।


আসবে যাহা মনে আমার
দিই যে ফেইসবুকে,
হুজুগ মার্কা মানুষ আমি
যেইবা কাঁদুক শোকে।


ইমুতে কেউ কল দিলনা
এইটা কেমনে হয়,
মেসেঞ্জারটা দেখি একটু
যদি কেউ জেগে রয়।


সবুজ চিহ্ন দেখতে পেয়ে
হাই লিখিয়া দিলাম,
জবাব কিছু না-ই আসুক
একটু শান্তি পেলাম।


হোয়াটসঅ্যাপে কেউ নেই
গরীব না-কি সবই,
ইউটিউবেতে ছবি দেখে
ঘুম এলো যে খুবই।।


গভীর ঘুমে ফজর গেল
এমনি সকাল বেলা,
আর কতকাল হবে তোর
নামাজ রোজায় হেলা।


কত জনকে ডিস্টার্ব করি
এমন সকল রোজ,
এমবি শেষে ফল হিসেবে
কেউই নেয়না খোঁজ।


আমি তো সদা ডিস্টার্ব করি
যাহারে যেখানে পাই,
বুঝিনি আমি এভাবে আজো
বৃথা সময় কাটাই।


২১ সেপ্টেম্বর২০২০, সুনামগঞ্জ