মুষল ধারায় বৃষ্টির ফলে
ডুবছে আমন ধান,
মৎস, পাথর, ধান যে হলো
সুনামগঞ্জের প্রাণ।


ঐ মেঘালয়ের স্রোত ধারায়
সদাই এমন হচ্ছে,
বেঁচে থাকবার অন্য উপায়
সবাই যে খুঁজে নিচ্ছে।


ধান লাগাতেই তলিয়ে যায়
সর্বদা এমন হলে,
কৃষক সবাই ক'দিন পরে
ভাসবে শোকের জলে।


কৃষক বাঁচলে দেশ বাঁচবে
স্লোগান হয়েই চলে,
না হলে এমন, কৃষক নিয়ে
ক'জনই কথা বলে।


বিদেশ হইতে কিনে ক'দিন
চলবে এমন ভাই,
কৃষক বাঁচাও দেশের জন্য
নইলে উপায় নাই।