পৃথিবীতে আছে এক, মায়া মাখা মুখ
একবার দেখা পেলে, শান্ত হয় বুক।
প্রিয় সব দূরে গেলে, মা থাকেন পাশে
মা যখন কাছে হন, সব শিশু হাসে।
মা ছাড়া ছেলেমেয়েরা, অসহায় থাকে
সন্তানের ব্যাথা সব, মা-ই দূরে রাখে।
মা সবার সে আশ্রয়, যেথা নেই ভয়
কঠিন কালে মা পেলে, সব করে জয়।


মাকে আমি ভালোবাসি, তাঁর সম নেই
দুরে থেকে ঘরে এলে, মা'কে চুমু দেই।
সর্বদা যেখানে থাকো, মার কাছে যাবে
মা'কে যদি ভালোবাসো, সবকিছু পাবে।
কষ্ট দূরে মুখ রাখো, আঁচলে মায়ের
মা যদি খুশি থাকেন, হবে তা খায়ের।


০৫ অক্টোবর ২০২০, সুনামগঞ্জ