চাল নেই ডাল নেই, ঘরে নেই টাকা
চিন্তা করে রোজ তাই, মধ্যবিত্ত বাবা।
দোরে দোরে যান সদা, যদি কিছু মিলে
কষ্টে আছে পরিবার, কষ্ট তাঁর দিলে।
কোথা হতে পাবে কিছু, কর্ম খালি নাই
কাজ ছাড়া অর্থকড়ি, মিলে না যে ভাই।
শরীরটা ভালো নেই, যাবে কোথা কাজে
শিশুরা উপোষ কাঁদে, কাঁদে বাবা নিজে।


জ্বর গায়ে চলে যান, খোঁজে নেন কাজ
বাবা যে এমনি হয়, পৃথিবীতে যত।
ঘাম ঝরে দিনরাত, ক্লান্তি দূরে ফেলে
সন্তান সুখে থাকুক, এই কথা বলে।
এমনি সময় শেষে, থামে সব ঢেউ
মধ্যবিত্ত বাবাদের, বুঝে না যে কেউ।


২৮ সেপ্টেম্বর ২০২০, সুনামগঞ্জ