°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
জনম নিয়ে যেইজন
এলেন দুনিয়ায়,
মরিতে হইবে তাহার
কালের মোহনায়।


মরণ হলো লক্ষ্যে পৌঁছা
স্থায়ী জীবন পানে,
চিরসত্য এই কথাটি
সকল লোকে জানে।


জগতে বাঁচিবে না কেউ
আপন খুশি মতো,
ইচ্ছে হলে চেষ্টা করিও
পারবে তুমি যতো।


ভালো কাজের প্রতিদান
ওপারে সে পাইবে,
মন্দ যাহা করবে তুমি
তা-ও সাথে যাইবে।


মরার পরে কেউ কি হে
আগের মতো ডাকে,
ক'দিন বা আপনজন
হৃদে আগলে রাখে।


দুনিয়ার দিনগুলোতে
খোদার পথে চলো,
সময় থাকতে মিথ্যা ছেড়ে
ন্যায়ের কথা বলো।


১২ অক্টোবর ২০২০, দক্ষিণ সুনামগঞ্জ