নারী-পুরুষ সবার জন্য
পর্দা ফরজ ভাই,
খোদার বিধান মেনে চলি
গরজ রাখি তাই।


নারী কেনো নোংরা সাজে-ই
রোজ বাহিরে যায়,
পুরুষ কেনো চেয়ে থাকবে
নারীর খোলা গায়।


নারীর জন্য চার পুরুষে
জবাব দিতে হবে,
বাবা, ভাই, আর স্বামী, ছেলে
যাদের যারা রবে।


পুরুষ যদি অপরাধেই
লেগে থাকতে চায়,
মা-বাবা আর পরিবারেই
কেবল লজ্জা পায়।


নারী যখন সামনে পরে
নিচে নামাও চোখ,
রমণী সব বাহিরে যেতে
ঢেকে রাখবে মুখ।


সুখ শান্তিতে বাস করতে
পর্দায় এসো সবে,
এমন হলে সকল বেলা
দয়া দিবেন রবে।


২৮ সেপ্টেম্বর, ২০২০, সুনামগঞ্জ