মনেও নেই শেষ, বই নিয়ে
বসেছিলাম কবে,
যদিও তখন নিয়েছিলাম
পরীক্ষা দেই যবে।


এইবার না হয় করোনায়
সব থামিয়ে দিছে,
কোনবার তবে পড়েছিলাম
তাও কি মনে আছে?


স্কুলে পড়তে ভর্তি হইলাম
কোচিং এ পড়ায়,
প্রাইভেট পড়েই জ্ঞানী হই
গার্ডিয়ানও চায়।


মোবাইলের গেইম আমার
ভালোই লাগে খুবি,
ইন্টারনেট পাইলেই আমি
দেখি সকল মুভি।


পরীক্ষা আর যেমনি হউক
রেজাল্ট হবে ভালো,
এতে আমার দোষ পেলে কই
টাকায় সবি হলো।


টাকা ছাড়াও চলছে সেথায়
পার্সেন্ট বেশি দেখা,
নাম্বার পাবে খাতায় যাহার
থাকবে বাকা রেখা।


কলেজে কেউ পড়তে চাইলে
রাজনীতিটা লাগে,
রাজনীতির জ্ঞান না থাকিলে
পালাও আগে ভাগে।


গুরুজনে সেথায় অমান্যতা
নিত্য দিনের কাজ,
নৈতিকতা যাচ্ছে অনেক দূরে
নেইও কোনো লাজ।


উচ্চ শিক্ষা পাইতে যেই জন
বড় ইস্কুলে যান,
অনেকেই যে জোড়ায় জোড়ায়
ইকো পার্কে বেড়ান।


যে কাপড়ে, পড়া না শেখা মেয়ে
নিচুতা বোধ করে,
কুশিক্ষা নেয়া কতেক মেয়ে যে
শহরজুড়ে ঘুরে।


সুশীল নামের অনেকেই যে
খোলা দেখতে চায়,
মর্ডান নামের ধোকায় ফেলে
খেলছে কত হায়!


এ সময়ের ছাত্রদের যদি
এমন হয় চলা,
আজিকার শিশু কেমনে পাবে
ভবিষ্যৎ উজালা।


যাদের জন্যই খরচ হয়
দেশের টাকা খড়ি,
তাদের অনেকে চেয়ারে বসে
টানে পাতার বিড়ি।


দুর্নীতি আর ঘোষের টাকায়
চলছে ছক্কা খেলা,
দেশের বারোটা বাজাইয়া রে
ভাসায় নিজ ভেলা।


যাচ্ছো কোথায়, এবার থামো!
আর কি ভুল চাও,
ভুলগুলিকে শুধরে নিয়ে
মানুষ হয়ে যাও।


১৮ সেপ্টেম্বর ২০২০