বেঁচে থাকলে হয়তো আজি
ধরতো দেশের হাল,
বঙ্গবন্ধুর সন্তান হওয়ায়
খেললো এমন চাল।


হায়েনাদের আক্রমণে
সবকিছু হয় ম্লান,
পায়নি রেহাই তাদের থেকে
অবুঝ শিশুর প্রাণ।


রাতের শেষে সবাই যখন
গুলি শুনতে পায়,
সেথায় তখন রাসেল সোনা
বন্ধি হয়ে যায়।


বলছিলো সে আমায় নিয়ে
মায়ের কাছে যাও,
নয়তো আমায় হাসু আপার
কাছে পৌঁছে দাও।


পাঠিয়ে দিল মায়ের কোলে
স্মৃতি শুধু আজ,
একটুও কি কাঁদে নি হিয়া
জাগেনি খুব লাজ।


সেই রাসেলের জন্মদিন তাই
ভেজা চোখের কোণ,
দেশটা শাসন করছে আজি
শেখ রাসেলের বোন।


১৮ অক্টোবর ২০২০ ইংরেজি
বাদ আসর, নবীনগর, সুনামগঞ্জ