মনভুলানো সুরভী আসে
সবুজ মিনার হতে,
উতলা মন বেড়ায় আমার
ঐ মদিনার পথে।


চিত্রে দেখে সবুজ মিনার
প্রাণ জুড়িয়ে থাকি,
হৃদয় মাঝে আমি শুধু
তারই ছবি আঁকি।


আশিক মানেই চেয়ে থাকে
সবুজ মিনার পানে,
সকল পথিক যেথায় চলুক
নিজ ঠিকানা জানে।


বাসলো যারা তোমায় ভালো
শান্ত তাদের হিয়ে,
ঘুচলো তাদের মনের কালো
তোমার কাছে গিয়ে।


অসহায় যে দূরে আজো
ডাকো তোমার মায়ায়,
যেতে চাই গো দয়াল নবী
সবুজের ঐ ছায়ায়।


৫ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, সুনামগঞ্জ